শরীরের যে কোনো অংশের অবাঞ্ছিত আঁচিল যদি তাড়াতাড়ি ভ্যানিশ করতে চান,তাহলে এই প্রডাক্টটি ব্যবহার করুন।ছোট/বড় যে কোন আচিলের উপর আমাদের দেয়া লিকুইড তুলায় নিয়ে সেই ভিজা তুলা আচিলের উপর ১০-১৫ মিনিট পরে আস্তে আস্তে তুলা দিয়ে মুছতে থাকবেন।এই ভাবে কিছু লিকুইড ভিজানো তুলা দিয়ে কিছু ক্ষণ ঘষা দিলে ই আচিল উঠে চলে আসবে।
কিছু কিছু আচিল এর জন্য ১/২ দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে দিনে ৮-১০ বার লিকুইড ভিজানো তুলা দিয়ে আচিল এর উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে।এর পর তুলা দিয়ে ঘষা দিলেই আচিল উঠে যাবে।